img

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন। এ আবেদন করার শেষ তারিখ ১০ নভেম্বর।

সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কীভাবে আবেদন করবেন

ভোটার এলাকা পরিবর্তনের জন্য ফরম-১৩ যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ৪ নভেম্বর নির্বাচন কমিশন সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদনগুলো প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ফরম-১৩ পূরণ করে নিজ এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ